Ads:

  • সর্বশেষ

    রেডিয়েন্ট সেনা রিজিয়ন কাপ-২৫ থেকে বান্দরবান সদরের বিদায়। - বাংলাদেশ দর্পণ

    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.

    আজ: ২৫ সেপ্টেম্বর রোজ: (বৃহস্পতিবার) বান্দরবান জেলা স্টেডিয়ামে দিনের ১ম খেলা ও ১ম সেমিফাইনালে মুখোমুখি হয় বান্দরবান সদর উপজেলা বনাম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা। টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই এর ম্যাচের নির্ধারিত সময় শেষে উভয় দলের খেলোয়াড় রা সুযোগ কাজে সঠিক ব্যাবহার না করতে পারলে গোলশূন্য অর্থাৎ ড্র‌‌‌ রেজাল্ট নিয়েই উভয় দলকে মাঠ ছাড়তে হয়। পরে খেলার ট্রাইবেকার এ গড়ালে ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে ১ম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা।



    অপরদিকে দিনের ২য় খেলা ও ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় বান্দরবান রুমা উপজেলার বনাম বান্দরবান আলিকদম উপজেলা। খেলার টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি ম্যাচে নির্ধারিত সময় শেষে ২_১ গোলের ব্যবধানে জয় নিয়ে ২য় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে বান্দরবান আলিকদম উপজেলা। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) বান্দরবান জেলা স্টেডিয়ামে বিকাল ৩:০০ ঘটিকায় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে (বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা বনাম বান্দরবান আলিকদম উপজেলা)।


    প্রসঙ্গত: বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক আয়োজিত এবং বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে রেডিয়েন্ট সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫। আসরে সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার সঙ্গে একটি শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ২৭ সেপ্টেম্বর আসরের ফাইনাল খেলার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে।


    আয়োজকরা জানান, এ টুর্ণামেন্ট আয়োজনের মূল লক্ষ্য মূলত বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করে প্রতিভা বিকাশের জন্য।‌

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728