চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু, শনাক্ত আরও ১০ - বাংলাদেশ দর্পণ
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। শফিউল ইসলাম (৭৫) নামের ওই ব্যক্তি আগে থেকেই কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে করোনাভাইরাসে প্রথম একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। তার অস্ত্রোপচারও হয়েছিল। তিনি বারবার কিডনি ডায়ালাইসিস করাতেন। ৪ জুন মা ও শিশু জেনারেল হাসপাতালে তার করোনাভাইরাস পজিটিভ আসে। সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিলেন। পরে হাসপাতাল ছেড়ে স্বেচ্ছায় বাড়িতে চলে যান। বাড়িতেই গতকাল তার মৃত্যু হয়।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ২৮ জন। তাদের মধ্যে একজন মারা গেছেন।
উল্লেখ্য, নতুন করে করোনাভাইরাস সংক্রমণের পর চট্টগ্রামে এটা প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে গতকাল পর্যন্ত ঢাকায় ১৫ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়।
No comments