Ads:

  • সর্বশেষ

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর পাল্লার গাড়ী চলাচল চাপ থাকলেও নেই যানজট - বাংলাদেশ দর্পণ

    মোঃ ওয়াকিল আহমেদ ✓ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। 

    ঈদুল আজহার লম্বা ছুটি শেষে রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত পুরোপুরি শুরু হবে। তাই স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন নারায়ণগঞ্জে ফিরছে মানুষ।



    ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। তবে স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোনো যানজট দেখা যায়নি।

    শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে দেখা যায়, মানুষ বিভিন্ন দূরপাল্লার বাসে করে ফিরছে। যাত্রীরা বলছেন, এ যাত্রায় সড়কে যানজটের ভোগান্তি পোহাতে হয়নি তাদের।


    পরিবার নিয়ে ফেনী থেকে ফিরেছেন আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী ইয়াছিন আরাফাত সবুজ। তিনি বলেন, আমাদের ফ্যাক্টরি ১০ দিন ছুটি দিয়েছিল। রোববার চালু হবে। তাই একদিন আগেই ফিরে এসেছি। রাস্তা একবারে ফাঁকা।

    চট্টগ্রাম থেকে আসা মজিব ফ্যাশন নামে এক পোশাক কারখানার শ্রমিক আরাফাত বলেন, আগামীকাল থেকে আমাদের অফিস খোলা। তাই আজ ফিরে এসেছি।


    চিটাগাংরোডে হানিফ শ্যামুলি কাউন্টার ঘুরে জানা গেছে ফেরার যাত্রীর চাপ রয়েছে। চাপ কাল সকাল পর্যন্ত থাকবে। আর যাওয়ার যাত্রী একবারেই কম।

    কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ আমাদের বলেন বলেন, ঘরমুখো মানুষ কর্মে যোগ দেওয়ার জন্য নারায়ণগঞ্জ ফিরছে। আমাদের পুলিশ সদস্যরা সড়কে খেয়াল রাখছেন।


    নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728