সিদ্ধিরগঞ্জ থানায় নারায়ণগঞ্জ জেলা জুলাই মঞ্চ কমিটি পরিচিত সভা।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ
নারায়ণগঞ্জ জেলা ,জুলাই মঞ্চ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয পরিচিতি সভা শেষ করে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি শাহিনুর স্যার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ,
রাকিব মাহমুদ কালাম কেন্দ্রীয় কমিটির, দুর্নীতি প্রতিরোধ প্রতিনিধি । আহ্বায়ক,এস এম হারুন-আর রশিদ । মুখপাত্রঃ ফরহাদ হোসেন । মুখ্য সমন্বয়ক মোঃ সাকিব আহমেদ অভি ।
লিঁয়াজো সমন্বয়ের মোঃ আল-আমিন । দপ্তর ও নিবন্ধন ব্যবস্থাপক তারেক হোসেন । প্রচার ব্যবস্থাপক মোঃ শামীম হোসাইন ।
আহ্বায়ক এস এম হারুনুর আর রশিদ বক্তব্য রাখেন,ভিন্ন দল ভিন্ন পথ দেশের প্রশ্নে ঐক্যমত এটি একটি অ রাজনৈতিক সংগঠন
এখানে গন হত্যা কারি আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দোসর ব্যতীত,
সকল রাজনৈতিক দলের নেতা কর্মী এই কমিটিতে আছেন ,আমরা দেশের স্বার্থে সকল অন্যায় অনিয়ম রুখে দিব ,আপনাদের সহযোগিতা চাই । এবং আমাদেরকে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আমরা সকল সহযোগিতা করব ।
No comments