Ads:

  • সর্বশেষ

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে- বাংলাদেশ দর্পণ

    ( বরিশাল প্রতিনিধি : ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের গোডাউনে লাগা আগুন প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।



    রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে এখানে এসেছি। নিচতলার গোডাউনে তুলায় আগুন লাগার কারণে ধোঁয়া ছড়িয়ে যায় সর্বত্র। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ধোয়া নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৯টি ইউনিটের ৬৫ জন ফায়ার সার্ভিসের সদস্য এই অভিযানে অংশ নেন। এই মুহূর্তে কোনো হতাহতর খবর নেই।”


    তিনি জানান, ৫ তলা সহ বিভিন্ন তলা থেকে গুরুতর অসুস্থ রোগীদের বাইরে নিয়ে আসা হয়। এ সময় তাদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়।


    মিজানুর রহমান বলেন, আগুন লাগার কারণ নির্ধারণে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা মনে করছি।

    মেডিসিন ভবনের ৫ তলায়, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত রোগীদের রাখা হয়। অসুস্থ হয়ে শনিবার (১২ অক্টোবর) রাতে এখানে ভর্তি হয়েছিলেন সাংবাদিক শামীম আহমেদ। তার মেয়ে শারমিন আহমেদ জানান, বাবা গুরুতর অসুস্থ, তার জ্ঞান ছিল না। অজ্ঞান অবস্থায় তাকে ৫ তলা থেকে নিচে নামাতে আমাদের হিমশিম খেতে হয়।


    তিনি জানান, হাসপাতালে তারা আর ফিরছেন না। শামীম আহমেদকে স্থানীয় কেএমসি ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।


    এদিকে আগুন লাগার পর আতঙ্কিত রোগীরা হাসপাতাল থেকে বাইরে ছুটে আসেন। তাদের অনেককেই, স্যালাইন ও অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে আসতে দেখা যায়। হাসপাতাল ভবনের আগুন তাদেরকে আতঙ্কিত করে তোলে।


    উল্লেখ্য, এই বছরের ৪ জুন হাসপাতাল ভবনের কিডনি ডায়ালাইসিস অংশে আগুন লাগলে রোগীরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। হাসপাতাল ভবনে একের পর এক আগুন লাগার ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728