বেতাগী তে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়
বার্তা ডেস্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বরগুনার আলহাজ্ব নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। এদিকে আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত করায় বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন এ বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার এর উদ্যোগে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার মধ্য দিয়ে এই আয়োজন সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ০১ নং বিবিচিনি ইউনিয়নের বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার ও যুবদলের সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ আরিফ মৃধা আর উপস্থিত ছিলেন আনিসুর
রহমান খান ও ছাত্রদল এর সাধারণ সম্পাদক জাহিদ খান ।
০১ নং বিবিচিনি ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার সাংবাদিক দের জানান : ১৫ বছর এই দেশের মানুষ জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, নিষ্পেষণ ও মানবাধিকার লঙ্ঘনসহ সকল কিছু মোকাবেলা করেছে। তবে এখন একটি ভালো পরিবেশ তৈরি হয়েছে। আমরা চেষ্টা করবো বিএনপির মাধ্যমে মানুষ যাতে সুফল ভোগ করতে পারে - সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে।’
No comments