Ads:

  • সর্বশেষ

    পরীক্ষার হলে শিক্ষার্থীর পকেটে মিলল ২০০ গ্রাম গাঁজা!

    রূপগঞ্জ (নারাণগঞ্জ) প্রতিনিধি, 

    পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা সাধারণত কাগজে লিখে কিংবা বইয়ের পাতা ছিঁড়ে নকল নিয়ে প্রবেশ করে। লিখিত কিংবা দেখাদেখির মাধ্যমে নকল করার কারণে কোনো কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার কিংবা পরীক্ষার খাতা নিয়ে যাওয়ার খবর প্রায়শই পাওয়া যায়। এছাড়া সময়ের সঙ্গে যোগ হয়েছে ডিজিটাল নানা ডিভাইসের সাহায্যে নকল। কিন্তু এবার পাওয়া গেছে অদ্ভুত এক খবর। মাদক নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছেন এক শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর পকেটে পাওয়া গেছে ২০০ গ্রাম গাঁজা।



    চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম শ্রাবন মোল্লা। নকল আছে সন্দেহে তার পকেট তল্লাশি করতে গেলেই বেরিয়ে আসে গাঁজার পোটলা। 

    এ ঘটনায় ওই শিক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় পরীক্ষায় নকল করার দায়ে আরেও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


    বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে শ্রাবণকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত শ্রাবন উপজেলার মাহনা এলাকার হিরন মোল্লার ছেলে। সে পাচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী। এছাড়া নকলের দায়ে বহিষ্কৃতরা দুই শিক্ষার্থী হলেন— সলিমউদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও পাচরুখী আনোয়ারা বেগম কলেজের শিক্ষার্থী সাঈদ।


    রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল জানান, বৃহস্পতিবার এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। বেলা সাড়ে ১২টার দিকে একটি কক্ষ থেকে কয়েকজন ছাত্র বের হয় বাথরুমে যায়। পরে তারা রুমে এসে খাতায় লেখা শুরু করে। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কক্ষে ডিউটিরত শিক্ষককে দিয়ে প্রথমে শ্রাবন মোল্লার সার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করা হয়। তখন তার পকেটে ২০০ গ্রাম গাঁজা ও নকল করার জন্য কিছু চিরকুট পাওয়া যায়। এছাড়া পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও সাঈদের কাছ থেকেও নকল করার জন্য আনা কিছু চিরকুট পাওয়া যায়।


    দণ্ডপ্রাপ্ত শ্রাবনকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বিকালে পুলিশ তাকে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করে।


    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728