বান্দরবান জেলা ৩০০নং আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনে এবারের বিএনপি প্রার্থী হয়ে লড়বেন সাচিং প্রু জেরী। বান্দরবান ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর উপর আস্থা রাখছে বিএনপি কেন্দ্রীয় কমিটি।
আজ: ৩রা নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাচিং প্রু জেরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শহীদ জিয়াউর রহমানের দেখানো পথে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ খুবই জরুরি তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সাথে কোনো এলাকায় মিষ্টি বিতরণ হতে বিরত থাকার আহ্বান জানান। শেষে সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন তিনি।

No comments