ভোরের চেতনা ও বরিশালের চোখ,বরিশাল ব্যুরো অফিসের শুভ উদ্বোধন।
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগীয় গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে দৈনিক ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১,৩০ মিনিটে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। এই ব্যুরো অফিস সাংবাদিকদের কাজকে আরও শক্তিশালী করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জালালুদ্দিন জুয়েল। তিনি বলেন, আঞ্চলিক সাংবাদিকতা এখন জাতীয় অঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। স্থানীয় সমস্যা গুলো সব সময় তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোরের চেতনার বরিশাল ব্যুরো চিফ খান আরিফ, বরিশাল জেলা প্রতিনিধি খান বশির, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, দৈনিক বাংলাদেশ দর্পণ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাঈম, ভোরের অঙ্গীকারের যুগ্ম বার্তা সম্পাদক লিটন বাইজিদসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা।
বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা সমাজের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে উপস্থাপন করেন। এ কারণে ব্যুরো অফিস থেকে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভোরের চেতনা ও বরিশালের চোখ পত্রিকার বরিশাল ব্যুরো অফিস, যা ভবিষ্যতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।
No comments