Ads:

  • সর্বশেষ

    আজ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে সমাপ্তি হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা। - বাংলাদেশ দর্পণ

    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

    আজ ০৭ অক্টোবর (মঙ্গলবার) পার্বত্য চট্টগ্রাম সহ ৩ পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তে আজ ফানুস উড়ানো ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে সমাপ্তি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। 



    বান্দরবান পার্বত্য জেলার‌ সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সহ জেলার ৭টি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে গত কাল ৬ এবং আজ ৭ অক্টোবর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সহ পঞ্চশীল, অষ্ঠশীল, দশশীল, একে অপরের কাছে ভুলভ্রান্তির ক্ষমা প্রার্থনা এবং বিশ্বের সকল জাতির মঙ্গল ও সুখ শান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন সর্বশেষ ফানুস উড়ানোর মধ্য‌‌‌ দিয়ে আজ সমাপ্তি হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা।


    বান্দরবান উৎসব উৎযাপন পরিষদ কমিটির সভাপতি চনুমং মারমা বলেন, বান্দরবান জেলা সহ ৭টি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে আমরা শান্তি, সম্প্রীতির মধ্যে দিয়ে উৎসব উৎযাপন করতে পেরেছি। তাই তিনি জেলা প্রশাসন, জেলা পরিষদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


    উল্লেখ্য: আষাঢ় মাস আষাঢ়ী পূর্ণিমা হতে শুরু হয়ে তিন মাস বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা আশ্বিন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে শুভ প্রবারণা পূর্ণিমা যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। এভাবে প্রবারণা শেষে প্রতিটি বৌদ্ধ বিহারে উৎযাপিত হয় কঠিন চীবরদান। এ সময় বৌদ্ধ ভিক্ষু রা বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে সমবেত কঠিন চীবনদান অনুষ্ঠানে ভগবান বুদ্ধের ধর্মের বাণী প্রচার করে থাকেন।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728