Ads:

  • সর্বশেষ

    যশোরের ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল স্পিরিটসহ আটক ১

    নিজস্ব প্রতিবেদক  :  যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ একজনকে আটক করা হয়েছে।



    রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের সদস্যরা‌।


    আটক জাকির হোসেন (৪৩)। তিনি ওই এলাকার শাহাজুল ইসলামের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।


    ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আটক জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

    এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728