বান্দরবানে ৯ম শ্রেণীর ছাত্র রেংনয়া ম্রো নিখোঁজ এর অভিযোগ। - বাংলাদেশ দর্পণ
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা,
বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলাস্থ বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর ছাত্র রেংনয়া ম্রো এর নিখোঁজ এর অভিযোগ। (পিতা: সিং পাশ ম্রো হেডম্যান, লুলাই মৌজা) পাড়া। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি লুলাইং হেডম্যানপাড়া বাসিন্দা।
পরিবার ও স্কুল সুত্রে জানা যায়, ছাত্রটি হোস্টেলে থাকতেন। তবে তিনি কবে নাগাদ হোস্টেল ত্যাগ করেছেন টা এখনো কোনো তথ্য পাওয়া যায় নি। ধারণ করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি হোস্টেল ত্যাগ করেন। পরে ২৫ সেপ্টেম্বর স্কুল ও হোস্টল ছুটি হলেও রেংনয়া ম্রো বাসায় ফিরেন নি। পরের দিন পরিবার স্কুল ও হোস্টেলে যোগাযোগ করলে তারা জানতে পারেন রেংনয়া ম্রো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) বান্দরবান সদর থানায় তার পরিবার একটি নিখোঁজ এর ডায়েরি করেছে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে ও বান্দরবান সদর থানার ওসি মোহাম্মদ মাসুদ পারভেজ হোস্টেল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ১৮ সেপ্টেম্বর পর হতে ঐ ছাত্র (রেংনয়া ম্রো) এর উপস্থিতির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ বিষয়ে হোস্টেল সুপার এসএম আরসাদ উদ্দিন সিদ্দিকী ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) সুনিল ত্রিপুরার কাছ থেকে তদন্তে তথা নেওয়া হয়েছে।
তবে দীর্ঘদিন ছাত্রটির অনুপস্থিতি সিসিটিভি ফুটেজ এ ধরা না পড়া এবং হোস্টেল কতৃপক্ষের উদাসিনতা প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবকরা।
পরিস্থিতি আরো রহস্যজনক হয়ে উঠার আগে দ্রুত অনুসন্ধান কার্যক্রম জোরদার করে রেংনয়া ম্রো এর অবস্থান শনাক্ত করার জোর দাবি জানান পরিবার ও স্থানীয়রা।
No comments