মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত বান্দরবান নার্সিং কলেজ - বাংলাদেশ দর্পণ
সুকেল তঞ্চঙ্গ্যা , বান্দরবান প্রতিনিধি :
মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বান্দরবান পার্বত্য জেলার একমাত্র এই নার্সিং কলেজ ২০১৮
সালে বান্দরবানে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হলেও, পর্যাপ্ত শিক্ষক ও কর্মচারী সংকটের কারণে বান্দরবান নার্সিং কলেজ মানসম্মত শিক্ষা প্রদানে ব্যর্থ হচ্ছে। প্রয়োজনীয় জনবলের অভাবে কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,কলেজে ৪২ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩ জন।শিক্ষক সংকটের কারণে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, ২৩ জন সরকারি কর্মচারীর পদ থাকলেও একজনকেও এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। অধ্যক্ষের ক্ষমতাবলে মাত্র ৩-৪ জন খণ্ডকালীন কর্মী দিয়ে প্রশাসনিক কার্যক্রম কোনোমতে চালিয়ে নেওয়া হচ্ছে।
কলেজটির অব্যবস্থাপনা আরও প্রকট হয়েছে ছাত্রাবাস ও একাডেমিক ভবনে। মহিলা হোস্টেলে তীব্র খাবার পানির সংকট থাকলেও কর্তৃপক্ষ তা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া, কলেজের একাডেমিক ভবনটি অবৈধভাবে ছাত্র হোস্টেল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা শিক্ষা কার্যক্রমের পরিবেশ নষ্ট করছে।
প্রশাসনিক ক্ষেত্রেও রয়েছে গুরুতর অনিয়ম। কলেজে দুইজন প্রভাষক (নবম গ্রেড) কর্মরত থাকা সত্ত্বেও একজন দশম গ্রেডের শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ধরনের অব্যবস্থাপনা এবং অনিয়মের কারণে কলেজের শিক্ষাব্যবস্থা ঢিলেঢালাভাবে চলছে।
কলেজ শিক্ষার্থীরা জানান, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। অন্যথায়, বান্দরবানের স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য ব্যাহত হবে এবং শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগবে।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আমরা উর্দ্ধতন কর্মকর্তা দের বিষয়টি অবগত করেছি। সরকারি ভাবে পদক্ষেপ গ্রহণ না করা অব্দি আমাদের কিচ্ছু করার নেই।
No comments