রেডিয়েন্ট সেনা রিজিয়ন কাপ-২৫ এর সেমিফাইনালে বান্দরবান সদর উপজেলা। - বাংলাদেশ দর্পণ
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.
বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক আয়োজিত এবং বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় রেডিয়েন্ট সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর সেমিফাইনালে বান্দরবান সদর উপজেলা।
আজ: ২৩ সেপ্টেম্বর রোজ: (মঙ্গলবার) রেডিয়েন্ট সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর আজ সাঙ্গু গ্রুপ পর্বের শেষ ম্যাচে বান্দরবান জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় বান্দরবান রুমা উপজেলা বনাম বান্দরবান সদর উপজেলা। যেখানে উভয় দল নির্ধারিত সময় শেষে কোনো গোল না করতে পারলে গোলশূন্য অর্থাৎ ড্র রেজাল্ট এর উপর নির্ভর করে পয়েন্ট টেবিলের হিসাবনিকাশের পর আসরের সাঙ্গু গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো বান্দরবান সদর উপজেলা।
হাড্ডাহাড্ডি লড়াই এবং টানটান উত্তেজনা ম্যাচে নির্ধারিত সময় শেষে উভয় দল অনেক সুযোগ পাওয়ার পরও কোনো গোল করতে না পারলে উভয় দলকে গোলশূন্য অর্থাৎ ড্র রেজাল্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।
আসরে সাঙ্গু গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন বান্দরবান সদর উপজেলা এবং বান্দরবান রুমা উপজেলার গ্রুপ রানার্সআপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো উভয় দল। অপরদিকে টি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বান্দরবান আলিকদম উপজেলা। এবং টি গ্রুপের শেষ ম্যাচে আগামী কাল বান্দরবান জেলা স্টেডিয়ামে লড়বে বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা বনাম বান্দরবান লামা উপজেলা। উক্ত ম্যাচে বিজয়ী দল টি গ্রুপের গ্রুপ রানার্স আপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে। তাই ডু অর ডাই ম্যাচ টি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।
আসরের সেমিফাইনালে চার দলের লড়াই শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বান্দরবান জেলা স্টেডিয়ামে ফাইনালের মধ্যে দিয়ে আসরের সমাপ্তি ঘটবে।
বান্দরবান সদর উপজেলা দলের অধিনায়ক মং শৈ মারমা জানান, আমারা দল হিসেবে উদীয়মান তারকার সম্মিলিত খুবই ব্যালেন্স ফুল একটা দল গড়তে পেরেছি। এমন সাফল্যে তিনি দলের সকল খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্ট এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টিম ম্যানেজার শান্তি লাল তঞ্চঙ্গ্যা জানান, আমরা শুরু থেকে একটাই লক্ষ্য নিয়ে টুর্ণামেন্ট এ অংশগ্রহণ করছি, গ্রুপ পর্বের সকল ম্যাচ গুলো প্রথমে ম্যাচ বাই ম্যাচ জয়ী হওয়া টা আমরা সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি। এখন একটাই লক্ষ্য সেমিফাইনাল বিট করে ফাইনালের মঞ্চে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি টি ছুঁয়ে দেখা এবং বান্দরবান সদরবাসী কে উপহার দেওয়া। পরে তিনি পরবর্তী ধাপের জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।
প্রসঙ্গত: আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করছে বান্দরবান পার্বত্য জেলা ৭টি উপজেলা (বান্দরবান সদর, লামা, আলিকদম, রুমা, থানচি, রোয়াংছড়ি এবং নাইক্ষ্যংছড়ি) সাথে ১টি শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
No comments