শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে ২৩টি বিদেশ সফরে অংশ নেন, যার জন্য খরচ হয়েছে ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২০ লাখ মার্কিন ডলার)। সিআইডি দাবি করেছে, এসব সফরের মধ্যে অন্তত একটি ছিল ব্যক্তিগত, যেখানে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করা হয়েছে। ২০২৩ সালে কিউবায় জি৭৭ সম্মেলন থেকে ফেরার পথে যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করেই মূলত এই তদন্ত শুরু হয়।
বিক্রমাসিংহে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেপ্তারের আগে তিনি কলম্বোতে সিআইডি দফতরে হাজির হয়ে একটি বিবৃতি দেন এবং পরে রাজধানীর ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন।
উল্লেখ্য, তিনি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক সংকটে দেশজুড়ে আন্দোলনের পর তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করলে বিক্রমাসিংহে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সে সময় দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তার ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়।
No comments