১৩ বছর পর ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী - বাংলাদেশ দর্পণ
বাংলাদেশ দর্পণ অনলাইন:-
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় পৌঁছেছেন। শনিবার দুপুরে তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। দীর্ঘ প্রায় ১৩ বছর পর বাংলাদেশে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সফর।
২৩ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই সফরে ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসলামাবাদ ইসহাক দারের এই সফরকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে।
No comments