Ads:

  • সর্বশেষ

    বরিশাল কারাগারে আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ভুয়া গোয়েন্দা সদস্য ধরা - বাংলাদেশ দর্পণ

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন।



    শনিবার (২৩ আগষ্ট) সকালে তাকে আটক করা হয়েছে।


    আটক শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।


    কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে শাওন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুহানের সঙ্গে দেখা করতে চান। তখন তাকে শনিবার সকালে আসতে বলা হয়। পরদিন সকালে এসে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে আইডি কার্ড চাইলে তা দেখাতে ব্যর্থ হন। পরে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়।



    প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন নিজের ভুল স্বীকার করেন। তবে কেন তিনি কারাগারে আসামি হোসাইনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু জানাননি।


    স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কখনও নিজেকে ডিজিএফআই, কখনও বিজিবি, আবার কখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। চাকরি দেয়ার নামেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


    জেল সুপার মঞ্জুর হোসেন আরও জানান, শাওন ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। এ ঘটনায় মামলা করা হবে এবং তাকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728