পিআর পদ্ধতিকে সামনে এনে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে: আলাল - বাংলাদেশ দর্পণ
বরিশাল প্রতিনিধি :
আগামী নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, তাদের কর্মীদেরও এই পদ্ধতির ব্যাখ্যা সম্পর্কে সন্দেহ আছে।
শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি মন্তব্য করেন, এই পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনকে বিলম্বিত করার একটি অপপ্রয়াস চলছে। আলাল বলেন, যে সকল দেশে পিআর পদ্ধতি প্রচলিত আছে, তাদের বেশিরভাগের সরকারই অস্থিতিশীল থাকে।
তিনি আরও উল্লেখ করেন, বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই ইভিএম বাতিল হয়েছে, যা পিআর পদ্ধতির চেয়েও সহজ ছিল। এখন যদি নতুন কিছু সংযোগ করে বলা হয় যে এটি অবশ্যই করতে হবে, তবে তা খামখেয়ালি ছাড়া আর কিছুই নয়।
আলাল বলেন, রাজনীতিতে মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি আগেই একমত হয়ে যায়, তাহলে তা বাকশালে পরিণত হবে। যেখানে মতভিন্নতা আছে, সেখানেই গণতন্ত্রের সৌন্দর্য আছে। কিন্তু সেই মতভিন্নতা নিজের মত করে হতে হবে—এমন জেদ ধরে বসে থাকা রাজনৈতিক বা সামাজিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না।
বরিশাল-৫ (সদর) আসন থেকে নির্বাচন করতে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং সংগঠনের নেতৃবৃন্দসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments