অপরাধ নিয়ন্ত্রণে তৎপর কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক - বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান অপরাধ নিয়ন্ত্রণে সুনাম অর্জন করেছেন। অল্প দিনের ব্যবধানে তিনি এলাকাবাসীর কাছে প্রিয় পুলিশ কর্মকর্তা হয়ে উঠেছেন।
অপরাধ দমনের মাধ্যমে থানার আওতাধীন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে একজন কৌশলী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, চোরাচালান, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে তিনি সেবাপ্রার্থীদের সহযোগিতা করছেন।
জানা যায়, কোতয়ালী মডেল থানার ওসি হিসেবে মোঃ মিজানুর রহমান ২০২৪ সালে যোগদান করেন। থানায় যোগদানের পরপরই তার কিছু ব্যতিক্রম উদ্যোগে পাল্টে যায় দৃষ্টিপট। তিনি যোগদান করেই থানাকে ঘুষ ও দালালমুক্ত ঘোষণা করে সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেন। তাথ চেষ্টায় এ অঞ্চলে সন্ত্রাস ও সামাজিক অপরাধ কমে এসেছে।
এমনকি দায়িত্ব নিয়েই সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে অভিযান শুরু করেন। তার একটি বিশেষ গুন হচ্ছে ওসি মিজানুর রহমানকে প্রায় রাতেই বিভিন্ন স্থানে ডিউটিরত অবস্থায় দেখতে পাওয়া যায়। বরিশাল নগরীর ক্রাইম জোন হিসেবে চিহ্নিত স্পটগুলোতে প্রতি রাতে ওসি নিজেই পুলিশের গাড়ি নিয়ে টহল দেন।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ওসি মিজানুর রহমান। তিনি থানায় যোগদানের পরপরই পুলিশের কর্মকাণ্ডেও পরিবর্তন এনেছেন। আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি মানুষের দ্বারপ্রান্তে পুলিশের সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটিয়েছেন।
কমে গেছে মিথ্যা মামলা দায়েরের প্রবণতাও। শোষিত, নির্যাতিত, সম্পদের ভাগ-বণ্টন, পারিবারিক ছোট-বড় যেকোনো সমস্যায় সাহায্য নিতে থানায় আসা ব্যক্তিদের সততা-নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে হাসিমুখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন তিনি।
থানায় সেবা নিতে আসা সাগরদী এলাকার বাসিন্দা ছাত্তার আলী বলেন, ‘এত সুন্দর মন মানসিকতার ওসি এর আগে আমরা পাইনি। তাকে কখনও পুলিশ মনে হয় না। মনে হয় আমাদের পরিবারেরই একজন। তবে কঠিন এবং কোমল দুটো রূপই তার রয়েছে। অপরাধীদের কাছে তিনি আতঙ্ক।’
আরেক সেবা প্রার্থী হাতেম আলী কলেজের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, ‘একটা সময় ছিল যখন সবাই মনে করতেন, থানা মানেই হয়রানি আর ঘুষের কারবার। কিন্তু আমাদের সেই ধারণা এখন পাল্টে গেছে। থানাকে এখন সবচেয়ে বড় ভরসার জায়গা মনে হচ্ছে। এটার কৃতিত্ব নিঃসন্দেহে বর্তমান ওসি সাহেবের।
সাংবাদিকদের সাথে একান্ত আলাপ করলে বরিশাল কোতয়ালী মডেল অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের মাঝে পুলিশ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের দিকনির্দেশনা মোতাবেক সব সময় কাজ করছি।
No comments