ভুয়া দূতাবাস খুলে অভাবনীয় জালিয়াতি, হাতিয়ে নিয়েছে ৩০০ কোটি রুপি - বাংলাদেশ দর্পণ
হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভারতে ভুয়া দূতাবাস খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। গাজিয়াবাদে দীর্ঘ আট বছর ধরে ভুয়া দূতাবাস চালানো এই ব্যক্তির রয়েছে একাধিক বিদেশি অ্যাকাউন্ট। ১০ বছরে ১৬২ বার বিদেশ ভ্রমণ করেছেন তিনি। এছাড়া প্রতারণার মাধ্যমে হর্ষবর্ধন প্রায় ৩০০ কোটি রুপি আয় করেছেন বলে তদন্তে উঠে এসেছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত সপ্তাহে ভারতের গাজিয়াবাদের একটি দুই তলা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ভবনটিকে দূতাবাস হিসেবে ব্যবহার করছিলেন তিনি। যেখানে গ্র্যান্ড ডাচি অব ওয়েস্টার্কটিকা এবং এইচ ই এইচভি জেইন অনারারি কনসাল লেখা ছিল। ভবনটির সামনেই ভারত ও ওয়েস্টার্কটিকার পতাকা উড়ছিল। করা হয়।
উত্তরপ্রদেশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) হর্ষবর্ধনকে ধরতে ওই ভবনে অভিযান চালায়। অভিযানকালে ভুয়া কূটনৈতিক নম্বর প্লেটসহ চারটি গাড়ি জব্দ এবং লাক্সারি ঘড়ি উদ্ধার করা হয়েছে।
No comments