পুলিশ কর্মকর্তার সেই আলোচিত কবিতা “জীবন নামের রেলগাড়ি”
জীবন নামের রেলগাড়ি
লেখক - মোঃ শফিকুল ইসলাম রাজিব
জীবন নামের রেলগাড়িটা
চলছে সারাক্ষণ,
আশায় ভরা জীবন গাড়ি
খুজে পায়না ইস্টিশন।
ঝকঝকাঝক রেলগাড়িটির
চকচকে তার রং,
প্যাসেঞ্জারে পূর্ণ গাড়ি
চলার ছিল ঢং।
জীবন গাড়ির চলার গতি
থাকে ততক্ষণ,
ক্ষমতা ও প্রতিপত্তি
আছে যতক্ষণ।
একদিন জীবন গাড়ি পড়ে থাকবে
ইস্টিশনের ডকে,
কতো কুকুর, বাদুড় বাধবে বাসা
অকেজো গাড়ির বুকে।
এইতো জীবন, ব্যর্থ জীবন,
শূন্য খাচার মালিক,
এর চেয়েও ভাই ভাল আছে
মুক্ত বনের শালিক।
No comments