শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ একজন আটক
মৌলভীবাজার প্রতিনিধি - রুহেল আহমদ
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ মনসুর আহমেদ (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক গ্রামের মাদক মনসুর আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে আটককৃত মনসুর আহমেদের তল্লাশি করে তার ঘরের আলনার তার থেকে একটি কালো রংয়ের পলিথিনের ভেতরে রক্ষিত ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
No comments