ঝালকাঠিতে জন্ম নিবন্ধন সনদ প্রদানে ৫ হাজার টাকা ঘুষ নিলেন ইউপি কর্মকর্তা - বাংলাদেশ দর্পণ!
ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদেই জন্মসনদ পেতে ও সংশোধন করতে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি (১ নং ওয়ার্ড) গ্রামের মো. কবির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এমন একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভুক্তভোগী কবির খান সাংবাদিকদের কাছে জানান, এলাকায় না থাকার কারণে তিনি এর আগে কোথাও জন্ম নিবন্ধন করতে পারেননি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের অঙ্গীকারনামা, প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র দিয়ে মঠবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছে আবেদন পত্র জমা দেন।
কিন্তু মোস্তাফিজুর রহমান তার কাছে ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে নানা অযুহাতে টালবাহানা শুরু করেন। পরে নিরুপায় হয়ে ৫ হাজার টাকা ঘুষ দিয়ে মঠবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে জন্মসনদ নেন তিনি।
No comments