অনার্স পড়ুয়া আহমেদ বিশাল তরুণ বয়সেই হয়েছেন খামারের উদ্যোক্তা।
অনার্স পড়ুয়া আহমেদ বিশাল ঢাকার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি উক্ত বিশ্ববিদ্যালয়ের কালাচারাল ক্লাবের- এডভাইজার।
ছোট থেকেই বিভিন্ন বিষয়ে পেয়েছেন সৃষ্টিকর্তা কর্তৃক অনেক প্রতিভা। রয়েছে জাতীয় সরকারি পুরস্কার, বাংলা একাডেমি স্বারক,বাড্ডা থানা, ঢাকা মহানগরের পর্যায়ের পুরুষ্কার। নিজের বিশ্ববিদ্যালয়ের থেকেও পেয়েছেন সম্মাননা।
স্বরচিত কবিতায় পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। ছোট থেকেই ঝুকি নিয়ে বিভিন্ন কাজে অংশ নেওয়ার মতো সাহস নিয়ে বেড়ে ওঠা আহমেদ বিশালের।
এই সময়ে যেখানে সবাই শহরমুখী, সেখানে বিশাল নিয়েছে বিকল্প পদক্ষেপ। হতে চান স্মার্ট কৃষক ও খামারি। যার ধারাবাহিকতায় গ্রামে শুরু করেছেন ছাগল পালন।
বিশালের ধারনা দিনের পর দিন গ্রাম থেকে মানুষ শহরমুখি হলে চাষাবাদে বিপর্যয় হতে পারে। তাই নিজেকে সফল কৃষক ও খামারি তৈরি করে সবাইকে জানান দিতে চাই যে শুধু শহরে নয় গ্রামেও অনেক কিছু করা সম্ভব যদি থাকে সৎ মনোবল ও সাহস।
প্রকৃতির স্বাদ ও নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি হতে চান সকলের দোয়ায় এক তরুণ স্মার্ট কৃষক।
- তরুণ উদ্যোক্তা
- মোঃ বেনজির আহমেদ বিশাল
এডভাইজার- একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব।
No comments