Ads:

  • সর্বশেষ

    ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, ডেকে ডেকে যাত্রী তুলছে বাসগুলো

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তবে ঈদ যাত্রায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে নেই চিরচেনা সেই ভিড়। আজকেও দূর পাল্লার বাসে ডেকে ডেকে যাত্রী নিতে দেখা যায়। তবে আগামী ২৮ তারিখ থেকে ঈদ যাত্রার চাপ পড়বে বলে মনে করছেন বাসের টিকেট বিক্রেতা।


    বুধবার (২৬ মার্চ) গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে প্রতিটি দূরপাল্লার বাস কিছু সিট খালি নিয়েই গন্তব্যের উদ্দেশ্য রওনা দিচ্ছে। তবে অন্যান্য বছরের মত অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায়নি। সরকারি নির্ধারিত ভাড়াই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। 


    ঈগল পরিবহনের গাবতলী কাউন্টারের দায়িত্বে থাকা শরীফ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, এখনও ঈদের যাত্রীর চাপ পড়েনি। খুলনার জন্য বিকালে একটি গাড়ি রেডি করেছিলাম। মাত্র ১০ জন যাত্রী পেয়েছি। যাত্রীর অভাবে পরে গাড়ির যাত্রা বন্ধ করা হয়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে টিকেটের টাকা ফেরত দিতে হয়েছে।

    তিনি আরও জানান, রাত সাড়ে দশটার দিকে একটি এবং রাত বারোটার দিকে আরেকটি বাস খুলনার উদ্দেশ্যে রওনা দেবে। আজ আমরা নিয়মিত যাত্রী পাচ্ছি। আগামী ২৮ তারিখ থেকে ঈদের যাত্রীর চাপ পড়বে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728