Ads:

  • সর্বশেষ

    সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যা বললো জামায়াত

    বার্তা ডেস্ক: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 


    রোববার (১৫ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।


    তিনি বলেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‘আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পেছনে দৌড়াচ্ছেন’ শিরোনামে প্রচারিত ভিডিওর এক জায়গায় ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ভারতের লবিং মেইনটেইন করেন’ বলে যে মন্তব্য করেছেন তা আদৌ সঠিক নয়।

    তিনি আরও বলেন, এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো- জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। জামায়াতে ইসলামীর সকল কার্যক্রম প্রকাশ্য। শুধু ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নয় বরং জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী অন্য কোনো দেশের লবিং মেইনটেইন করে চলেন না। জামায়াতের প্রত্যেক নেতাকর্মী দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হন। জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মীর দেশ-বিদেশের কারও সঙ্গে লবিং করে চলার কোনো সুযোগ নেই।


    বিবৃতিতে মতিউর রহমান আকন্দ জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এমন মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728