Ads:

  • সর্বশেষ

    সিরিয়ায় এক গণকবরেই লাখো মরদেহের সন্ধান - দৈনিক বাংলাদেশ দর্পণ

     বার্তা ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরেই অন্তত এক লাখ মরদেহের সন্ধান পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান এমার্জেন্সি টাস্ক ফোর্স এই তথ্য জানিয়েছে।



    সোমবার দামেস্ক থেকে টেলিফোনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান মোয়াজ মোস্তফা বলেছেন, দামেস্কের বাইরের ওই গণকবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সাবেক সরকারের হাতে নিহত কমপক্ষে এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে।


    তিনি বলেন, রাজধানী থেকে ৪০ কিলোমিটার উত্তরের আল কুতায়ফাহ এলাকায় গণকবরটি অবস্থিত। ওই এলাকায় গত কয়েক বছরে তিনি আরও একই ধরনের অন্তত পাঁচটি গণকবর শনাক্ত করেছেন বলে জানিয়েছেন।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728