কাচি চর এ হাঁটু কাঁদায় এলাকাবাসীর ভোগান্তি
আশিক খান ( মুলাদী প্রতিনিধি ) : মুলাদী থানার নাজিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এ পশ্চিম কাচি চর ঠাকুর কান্দি এলাকা বাসী এই রাস্তা দিয়ে চলাচল খুবই বিপদজনক হাটু কাঁদা হয় তাই এলাকা বাসীর দাবী রাস্তাটি ইটের সলিং করে দেওয়া হোক বর্ষার সময় কাদায় চলাচল বন্ধ হয়ে যায় !
রাস্তাটি ইটের সলিং করা একান্ত প্রয়োজন। এ রাস্তা দিয়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুসল্লিরা যাতায়াত করেন। তাছাড়া প্রতিদিন শত শত পথচারী সড়কটি ব্যবহার করে থাকেন।
গত বছর বন্যার পানি নামতে দেরি হওয়ায় রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। এবারের বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বহুদিন ধরে কাজ না হওয়ায় রাস্তার কোনো কোনো স্থানের মাটিও ভেঙে পড়ে যাচ্ছে।
বর্তমানে এ রাস্তা দিয়ে রিকশা-অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুষ্কর।
জরুরি অবস্থায় রোগী রিকশা-অটোরিকশা ও সিএনজি করে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না বলে তাদের বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। তাই রাস্তাটিতে ইটের সলিংয়ের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী
No comments