৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৫৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১৯ মে) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া) মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় ১৯ থেকে ২৩ মে পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এদিকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ১৫৭টি উপজেলায় ২১ মে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
No comments