Ads:

  • সর্বশেষ

    বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষিত হচ্ছে ‘আগামীকাল’

    ক্রীড়া প্রতিবেদক :::

    দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে চার-ছক্কার হইহুল্লোডের এবারের আসর।

    ইতোমধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রায় সব দেশ নিজেদের দল ঘোষণা করেছে। অবশ্য বাংলাদেশ সেই পথে হাঁটেনি। এখনো টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করেনি বিসিবির নির্বাচক প্যানেল।

    তবে সব অপেক্ষা শেষ হচ্ছে। আগামীকাল রোববারই বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। ঢাকা পোস্টকে এটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তিনি খুব ছোট একটা ‘যদি’ রেখেছেন। লিপু বলেন, ‘সবকিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপরারেশন্সের সবুজ সংকেত পেলেই আমরা দল দেব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। কাল ম্যাচ শেষে বিকেলের দিকে হয়তো ঘোষণা করব, যদি আমাদের নির্দেশ দেওয়া হয়।’ 


    সাম্প্রতিক সময়ে লিটন দাসের ব্যাটে রান নেই। যা নিয়ে অস্বস্তিতে রয়েছেন ভক্তরা। লিটনের বিশ্বকাপ দলে থাকা নিয়ে তাই প্রশ্ন উঠেছে। এ নিয়ে জানতে চাইলে লিপু জানান, দল ঘোষণার সময়ই এ নিয়ে কথা বলবেন তিনি।এদিকে বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকারও দল ঘোষণা নিয়ে একই কথা জানিয়েছেন ঢাকাপোস্টকে। দল ঘোষণা নিয়ে তার বক্তব্য, ‘আমরা প্রস্তুত আছি দল ঘোষণা করার জন্য। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু কাল ম্যাচ আছে, বোর্ড যখন বলবে তখন দল দেব। সেটা কাল হোক আর পরশু হোক।’ 




     

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728