Ads:

  • সর্বশেষ

    বেতাগীতে উপজেলা নির্বাচনে বিজয়ী খলিল, নিপু ও মহসিন - দৈনিক বাংলাদেশ দর্পণ

    দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২১ মে) গণনা শেষে ১২ হাজার ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা


    আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খ.ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল পেয়েছেন ১০ হাজার ৩৮, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সদস্য আব্দুস সোবাহান পেয়েছেন ৯ হাজার ৭০৯ ভোট, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাকসুদুর রহমান ফোরকান পেয়েছেন ৭ হাজার ৬১৩ ভোট, বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান দোয়াত কলম মার্কার প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটু পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো: আমিনুল ইসলাম খান শিপন পেয়েছেন ৭২৪ ভোট ও আওয়ামী লীগের সদস্য মো: রিয়াজ হোসেন পেয়েছেন ১৮১ ভোট।

    উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, সংবাদ কর্মি নিপু রানী দাস। তিনি পেয়েছেন ১৫ হাজার ৬৭৫ ভোট ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুুল হাসান মহসিন পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728